Thursday 24 December 2015

আমার শহর দুর্গা পুর

১৯৬৮ সালে ৪থা এপ্রিল দুর্গা পুর মহকুমাতে পরিণত ।
গোপী নাথ চট পাধ্যায় গভীর জংগলে প্রতিষ্ঠা করেছিলেন গোপী নাথ পুর । সেদিনের গোপ শাল পিয়াল তাল তামালের  গভীর অরন্যে ঘেরা জঙ্গল । আমরা ভুলে গেছি ইছাই ঘোষ কে। আমরা ভুলে গেছি কর্ণ সেন কে ,কত রাজা রাজত্ব করে গেছে এই রাড় ভুমি ,গোঁপ ভুমিতে । অবিভক্ত বাংলার বিক্রমপুর থেকে দাই হাঁট তার পর বাঁকুড়ার জগ্ননাথপুর গ্রামে বসতি স্থাপন করেন বসন্ত কুমার চট পাধ্যায় । কিন্তু সেখানকার মণ্ডল পরিবারের সাথে বনিবনা না হবার জন্য নিরুপায় হয়ে তিনি বাধ্য হয়েছিলেন সেই গ্রাম ত্যাগ করে দামোদর নদের তীরে তার পুত্র গোপী নাথ ন দিহা তে বসতি স্থাপন করেন । গোপী নাথ বর্ধমান মহারাজ তিলক চাঁদ মহতাব এর কাছ থেকে তার জমিদারির কিছু অংশ নিজ নামে পত্তনী ষত্ব উচিত মুল্য দিয়ে ক্রয় করেন । যার উত্তরে অজয় নদ হতে দক্ষিণে দামোদর নদ পূর্বে আউসগ্রাম পশ্চিমে ইছাপুর যার নাম ছিল জংগল মহল । ১৭৯৬ সালে গোপী নাথ বাবুর নাম অনুসারে এই অঞ্চল গোপী নাথ মৌজা নামে পরিচিত । আজকের দুর্গা পুরের ন্তুন প্রজন্ম ভাবতে পারবেন না অতীতের দুর্গা পুর কি ছিল । গোপী নাথ বাবু এখানে বসতি স্থাপন করে তার নাম অনুসারে নাম করন করেন গোপী নাথ পুর । তিনি ভৈরব পুর ,আনন্দ পুর ,সগর ভাঙ্গা ,করঙ্গ পাড়া কালিপুর ,ও দুর্গা পুর বাজার মোট ৯ টি গ্রামের পত্তনি নেন ।
অজয় আর দামোদর নদের মাঝে যে রাজ্য ছিল তা গোপ ভুম হিসাবে পরিচিত ।
জন শ্রুতি অনুযায়ী আড়া ,বামুন নারা গোপাল পুর ,রূপগঞ্জ ,কালীগঞ্জ এবং গড়ের জঙ্গলে অংশ বিশেষ নিয়ে একসময় রারপুরি নামে এক সম বৃদ্ধি শালী সুন্দর নগরী ছিল । রাড় পুরীর ইতিহাসে র সঙ্গে আড়া গ্রামের ন্যায় এই গ্রামের পার্শ্ববর্তী বামুন নারা গ্রামের সম্পর্ক অত্যন্ত নিবিড় ও ঘনি সট । আড়া গ্রামের যে অংশে বামুন দের বসতি { বামুন + আরা = বামুন নারা }
গোপী নাথ পুরের অঙ্গ হিসাবে তৈরি হল দুরগাপুর ,কালিপুর ,বিহার পুর , নারায়ন পুর ,আনন্দ পুর ,শ্যাম পুর , ভৈরব পুর , । ১৮৫৫ সালে রানিগঞ্জ পর্যন্ত রেল পথ প্রসারিত করতে একটি ছোট হল্ট স্টেশন তৈরি করা হল । গোপী নাথ বাবুর ছোট ছেলে দুর্গা চরণের নাম অনুসারে এই জনপথের নাম
দুর্গা পুর । স্বাভাবিক ভাবে এই হল্ট স্টেশনের নাম দুরগাপুর ।

দুর্গা পুর দুর্গা পুর দুর্গা পুর দুর্গা পুর  আমার শহর ।

No comments:

Post a Comment