Tuesday, 21 February 2017

শিব রাত্রি





শিব রাত্রির আগেদিন নিরামিষ আহার করতে হয় । রাত্রে কম্বলে শুতে হয় । ব্রতের দিন উপবাস করে চার প্রহরে শিবের পুজা করতে হয় । প্রথম প্রহরে দুধ দ্বিতীয় প্রহরে দই তৃতীয় প্রহরে ঘৃত চতুর্থ প্রহরে মধু দিয়ে শিব কে স্নান করতে হয় ।
পুজার উপকরণ ঃ বিল্ব পত্র , গঙ্গা জল , ফুল ,দুগ্ধ ,ঘৃত , মধু , দধি ও কলা 
পুজার বিধি ঃ
সর্ব প্রথম প্রাতঃ উঠে মনে মনে শিব পুজার সঙ্কল্প নিন । তারপর স্নানাদি করে স্বচ্ছ কাপড় পড়ে , পুজার পূর্বে পুজন সামগ্রী একত্রিত করে , পবিত্র বারি দিয়ে ঘট কলস স্থাপন করতে হবে জলে চন্দন অষ্টগ্নধা মিশাতে হবে । পূর্ব বা উত্তর দিকে মুখ করে পুজা করতে হবে ।
পুজা ক্রম ঃ 
বিষ্ণু স্মরণ , স্বস্ত্বি বাচন , সঙ্কল্প , গনপতি পুজন , গৌরি পুজা , নন্দী পুজা , বীর ভদ্র পুজা , কার্ত্তিক পুজা , কুবের পুজা , সর্প পুজা তার পর শিব পুজা ।
আচমন ঃ
ওঁ বিষ্ণু ওঁ বিষ্ণু ওঁ বিষ্ণু ।
তদ বিষ্ণু পরম পদম , সদা  পশ্যন্তি সুরয়ঃ । দিবিব  চক্ষুরাতম । ওঁ বিষ্ণু ওঁ বিষ্ণু ওঁ বিষ্ণু 

করজোড়ে  "অপবিত্র পবিত্র বা সর্ব অবস্থাং গতহপি বা ,য স্মরেৎ পুনডরিকাক্ষং স ব্যাহ্য অভন্তর শুচি ।
এর সূর্য অর্ঘ দিবেন । 



No comments:

Post a Comment